দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু

আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের কৃষান বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় মিন্টু চৌধুরি (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের সদর উপজেলার কৃষান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিন্টু চৌধুরি চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের হাজীপাড়া এলাকার মৃত মান্নান চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মিন্টু চৌধুরি করোনার কারণে গত বছর কুয়েত থেকে দেশে আসেন। আজ বৃহস্পতিবার সকালে বাসা থেকে দিনাজপুরে ছেলের কাছে যাওয়ার পথে কৃষান বাজার সেতুর পশ্চিম দিকে বিপরতি দিক থেকে আসা রডের ট্রাকের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
Comments (0)
Add Comment