সাতক্ষীরা পৌরসভার কাভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে কাভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাঁকাল-কুখরালীর কলোনীপাড়া এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি হয়।

এসময় তিনি বলেন, ‘পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে কাভার্ড ড্রেন নির্মাণ করা হচ্ছে, পর্যায়ক্রমে জলাবদ্ধ এলাকা চিহ্নিত করে এ ধরনের ড্রেন নির্মাণ করা হবে।’ সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ২৫৭ ফুট এ কাভার্ড ড্রেনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৭৩ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ ও মহব্বত হোসেন, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদুল হাসান ও শরিফ উল আজাদ, সিডিও সভানেত্রী ফাতেমা বেগম, সহ সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক শাহানারা খাতুন, ক্যাশিয়ার আশুরা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ।

সাতক্ষীরা পৌরসভার কাভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
Comments (0)
Add Comment