পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবীতে স্বোচ্ছার জেলার গণমাধ্যম কর্মিরা। চলছে লাগাতার মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি পেশ। শনিবার সকালে পাবনার ঈশ্বরদী সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন রচনা করা হয়। সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’র সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, দৈনিক অবজারভার ও আজকের পত্রিকা’র ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহাবুবুল হক দুদু, দৈনিক করতোয়া’র ঈশ্বরদী প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক হাসানুজ্জামান, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ্ব সুমার খাঁন, দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, বাংলাদেশ পোষ্টের ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রাণীর মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানানো হয়।