স্টাফ রিপোটার : অর্থ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেছেন, বিশ্বনেতা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস মুছে দেয়া এতো সহজ ব্যাপার নয়। বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধু থাকবেন সবার মনেপ্রাণে।
তিনি বলেন, দেশ স্বাধীনের পর থেকে অসংখ্যবার অবিসংবাদিত নেতার ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র। কিন্তু তারা সফল হয়নি। হতে পারবেও না।
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপরোক্ত কথা বলেন।
সুজানগর উপজেলা ইউএনও রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম, সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।
এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এদিকে দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পৃথক আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পন, দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।
#