নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা, সেবাদান প্রস্তÍতি, স্থানীয় সরকারের সম্পৃক্ততা বৃদ্ধি এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন,বর্তমান স্বাস্থ্যসেবার কভারেজ,স্বাস্থ সেবার প্রাপ্যতা, মুল্যায়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা উন্নয়ন ও শক্তিশালি করার বিষয়ে নিশ্চিতকরণর লক্ষ্যে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে , ইউএসএআইডি( (USAID) ও সেভ দ্যা চিলডেন (Save the Children) এর সহযোগিতায় এক কর্ম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট সোমবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবীনগর সরকারী হাসপাতাল উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সামসুল আলম সরকার, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা.হাবীবুর রহমান, আরএমও ডা.মোশরাত ফারখান্দা জেবিন, নবীনগর থানার ওসি (তদন্ত) নুরে আলম, সেভ দ্যা চিলডেনের কর্মকর্তা কে এম আজিজুর রহমান, মো. জালাল উদ্দিন উপজেলা কো-অডিনেটর মা-মনি mncsp নবীনগর, ইউপি চেয়ারম্যান এনামুল হক ভিপি, আবুল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকতা মো. আহসান উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা পারভেজ হোসেনসহ আরো অনেকে।