পাবনা প্রতিনিধি : পাবনায় ১৭ আগষ্ট বিএনপি-জামায়াতের মমদে দেশব্যাপী এক যোগে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’ সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
এমপি প্রিন্স বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। তারা কখনো দেশের ভালো চায় না। যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে। তিনি আরো বলেন, ১৭ আগষ্ট আজকের এই দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েছিলো। আজও তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি, যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা লিয়াকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সীমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সদস্য কামরুজ্জামান রকি সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলায় সকল শহীদদের বিদেহ আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন সাখো।