পাবনায় পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ডুবে সুজন হোসেন (১৮) নামে এক কিশোরের  মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা নবীনগরে পদ্মার শাখা নদী পাড় হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত সুজন কুষ্টিয়া জেলার ফিলিপনগর গ্রামের ওমর হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, লক্ষ্মীকুন্ডার নবীনগর ঘাটের নবীর হোসেনের জামাতা বাবলু মন্ডলের মহিষের রাখাল হিসেবে বুধবার সকালে সুজন কাজে যোগ দেন। সকাল সাড়ে ১১টায় মহিষের দল নিয়ে সে পদ্মার শাখা নদী পাড়ি দিয়ে ওপারে ঘাস খাওয়ার জন্য যাচ্ছিল। সাঁতার না জানায় সুজন একটি মহিষের লেজ ধরে নদী পাড় হচ্ছিলেন। হঠাৎ মহিষের লেজ হাত থেকে ফসকে গিয়ে সে নদীতে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন খোঁজাখুজি করে দুই ঘন্টা পর সুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করে। রাখালের কাজে যোগ দেওয়ার মাত্র ২ ঘন্টার মাথায় এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে  এসেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার থানায় আনা হয়েছে। যদি কেউ অভিযোগ দেয় তাহলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনায় পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু
Comments (0)
Add Comment