কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : “এসেছে পল্লীর শুভ দিন,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই শ্লোগানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই প্রণোদনা ঋণ চেক বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা হল রুমে এই চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু. উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বিআরডিবি উপ-পরিচালক নুর হোসেন মিয়া, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ ডা: হাবিবুর রহমান, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম শাহি প্রমুখ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম সদরের আয়োজনে সদর উপজেলার ৩৪জন মাঝে পল্লী উদ্যোক্তার ৪% সুদে ৩৪লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
Comments (0)
Add Comment