বিএনপি-জামায়াত হত্যার রাজনীতি করে, ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে – এমপি গোলাম ফারুক প্রিন্স

পাবনা প্রতিনিধি : পাবনায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্য কালে এমপি প্রিন্স বলেন, বিএনপি-জামায়াত হত্যার রাজনীতি করে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, যারা ২০০৪ সালের ২১ আগষ্টে এমন হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার দ্রুত কার্যকরি করা হোক এ আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়’র পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড : আব্দুস সামাদ খান রতন, ত্রার্ণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, বাংলাদেশ স্বেচ্চাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক গাফ্ফারী রাসেল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সিমা, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা,

জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের বিদেহ আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনায় করেন মাওলানা সাখাওয়াত হোসেন সাখো।

২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে
Comments (0)
Add Comment