পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে হেমাইতপুর ফাঁড়ি পুলিশ । আজ ০৩/৯/২০২১ তারিখ পুলিশ পরিদর্শক নাজমুল হক এর নেতৃত্বে হিমাইতপুর পুলিশ ফাঁড়ির এসআই সোলাইমান এএসআই রঞ্জন দাপুনিয়া ইউনিয়নের মাদক ব্যবসায়ী জিয়া সরকার, পিতা রহিম সরকার সাং তিনগাছা রাজাপুর এবং আনারুল পিতা বাচ্চু সাং শানিরদিয়ার থানা ও জেলা পাবনাদের ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।