পাবনা প্রতিনিধি : বিশ্ব ব্যাপি মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সরকারি আদেশ মেনে ঘরে থাকায় ৬ শত দিনমজুর কর্মহীন ও গরীব দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক কমিটির সদস্য আশিকুর রহমান সবুজের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোয়ারিয়া বাজারে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
পাবনা-২(সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য বিডি২৪ভিউজ কে বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার করোনাভাইরাস দুর্যোগ চলাকালে কোন মানুষই না খেয়ে থাকবে না । আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিব ।
এসময় উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেছের আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, সদস্য সোহেল রানা বাবু প্রমুখ।