মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : রাঙামাটিতে প্রথমবারের মতো যাত্রী পরিবহনে জ্বালানি ব্যয় সাশ্রয় করতে যাত্রা শুরু করলো এলপিজি ফিলিং স্টেশন স্হাপনের মধ্যে দিয়ে। হাজী আব্দুল বারী মাতব্বরের নামে এ স্টেশনের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের রাঙ্গাপানি এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, সাবেক রাঙামাটি জেলা পরিষদ সদস্য চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী মো. মুছা মাতব্বরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে গ্যাস স্টেশন হওয়ায় বিভিন্ন পরিবহন চালকসহ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এখন থেকে পর্যটকবাহী যান বাহন গুলো ঘুরতে এসে রাঙামাটি থেকেই গ্যাসের সুবিধা পাবেন।