৪ দফা দাবিতে বাউলদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনায় অসাম্প্রদায়িক চেতনার প্রসার সহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন বাউল ভক্ত অনুরাগীরা। বাউল সাধক ফকির ও মুক্তমনা সংগঠনের সম্বনয়ে রবিবার বেলা ১১টায় প্রেসকাবে সামনে ‘কুলনাশা বাউল সঙ্গ গাছপাড়া’র আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুলনাশা বাউল সঙ্গ’র সভাপতি রাজিব বয়াতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরশি নগরের সভাপতি উমত বয়াতি, আবুল হোসেন বয়াতি, আব্দুল আজিজ বয়াতি, চাটমোহর লালন একাডেমীর সভাপতি জাকির হোসেন, ভাস্কর চৌধুরী প্রমুখ।

পরে জেলা প্রশাসক কাছে স্মারক লিপি প্রদান করেন বাউল ভক্ত অনুরাগীরা। তাদের দাবি চারটি হলো, জাতীয় পর্যায়ে বাউল নিরাপত্তা আইন প্রনয়ণ। প্রতিটি জেলা উপজেলা ও থানা ভিত্তিক বাউল চত্বর বা মুক্ত চত্বর প্রতিষ্টা। শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্তরে বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক উদার মানবতাবাদী ও অসাম্প্রদায়িক শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্র সংগীতের মাধ্যমে স্বসম্মানে জাতীয় সঙ্গীত প্রদর্শন বা পরিবেশন করতে হবে ।

৪ দফা দাবিতে বাউলদের মানববন্ধন
Comments (0)
Add Comment