পাবনায় ৫২টি সেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ

পাবনা প্রতিনিধি : জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্র্র্র্তৃক ২০২০-২১ অর্থ বছরে পাবনা জেলার ৫২টি সেচ্ছাসেবী সংস্থার মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ সেপ্টম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। পাবনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবির, নির্বাহী কমিটির সদস্য প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, সহকারী পরিচালক মোঃ সানাউল ইসলাম, মোঃ আসাফুদৌলা, প্রবেশন অফিসার মোঃ পল্বব ইবনে শায়েখ, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাফিজ আহম্মেদ সহ উপকারভোগী বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার পরিচালকরা।

পাবনা সদর উপজেলাসহ ৯টি উপজেলার ৫২টি সেচ্ছাসেবী সংস্থার মধ্যে ১৯ লক্ষ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এর েেধ্য যাচাই বাছাই প্রক্রিয়া শেষে কাজের ভিত্তিতে সর্বচ্চ ৫০ হাজার টাকা থেকে সর্বনিন্ম ৩৫ হাজার টকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

পাবনায় ৫২টি সেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ
Comments (0)
Add Comment