রাঙ্গামাটি প্রতিনিধি : করোনায় ক্ষতিগ্রস্থ রাঙ্গাামটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯জন সাংবাদিককে ১০হাজার টাকা করে ১লক্ষ ৯০হাজার টাকার প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ। এসময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠুসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমকর্মীরাও ক্ষতিগ্রস্থ গণমাধ্যম কর্মীদের পাশে থেকে সরকার যতটুকু সম্ভব সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
যারা প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছেন তারা হলেন- ১. অলি আহমেদ, জেলা প্রতিনিধি বার্তা সংস্থা ইউএনবি, ২. একেএম মকছুদ, জেলা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক ৩. আনোয়ার উল হক, সম্পাদক দৈনিক রাঙ্গামাটি ৪. সুপ্রিয় চাকমা, ফটোগ্রাফার প্রথম আলো ৫. পুলক চক্রবর্তী, জেলা প্রতিনিধি এটিএন বাংলা ৬. সৈয়দ মাহাবুব, স্টাফ রিপোর্টার দৈনিক ইনকিলাব ৭. সামসুল আলম জেলা প্রতিনিধি, কলকাতা টিভি ৮. মোহাম্মদ আলী, নিজস্ব সংবাদদাতা দৈনিক জনকণ্ঠ ৯. মোহাম্মদ ইলিয়াস, জেলা প্রতিনিধি সময়ের আলো ১০. শংকর হোড়, ডেস্ক এডিটর দৈনিক পার্বত্য চট্টগ্রাম ১১. মনসুর আহমেদ, খন্ডকালীন সংবাদদাতা বাসস ১২. শফিকুর রহমান, জেলা প্রতিনিধি বাংলাদেশ টুডে ১৩. মোঃ হান্নান, জেলা প্রতিনিধি আলোকিত বাংলাদেশ ১৪. মঈন উদ্দিন বাপ্পী, জেলা প্রতিনিধি বিডিনিউজ২৪ ১৫. জাহেদা বেগম, জেলা প্রতিনিধি বিটিভি ১৬. মিল্টন বাহাদুর, জেলা প্রতিনিধি জিটিভি ১৭. উচিংছা রাখাইন কায়েস, জেলা প্রতিনিধি একাত্তর টিভি ১৮. শিশির কুমার দাশ, ফটো সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ১৯. ইকবাল হোসেন, স্টাফ রিপোর্টার দৈনিক রাঙ্গামাটি।