সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী, প্রতিনিধি : নেসকোর গাফিলতির কারনে নীলফামারীতে জীবন দিতে হলো কৃষক জীবন চ্যার্টাজি কে(৩৮)।ঘটনাটি বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)সকাল ৯ টার সময়। সে নীলফামারী সদর থানার লক্ষিচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামের ব্রাম্মন পাড়ার নরেন্দ্র চ্যার্টাজি ছেলে জীবন চ্যার্টাজি। তিনি দুই সন্তানের পিতা,বাড়ির পাশেই নিজের ধান ক্ষেত ঔষধ স্প্রে করতে যান। নীলফামারী নেসকোর ্অবহেলা ও উদাসিনতায় বাঁশের খুটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তারে তার শ্বরীরে লেগে ঘটেযায় বিপত্তি। ঘটনা স্থলেই সে মারাযায়। জানাযায়,গত ১ মাস পূর্বে হেমন্ত নামে আরও এক ব্যাক্তি তারে জড়িয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
১বছর ইতি পুর্বে দাউদ গ্রামের আরো এক ব্যাক্তি মারাযায়। ৬মাস পূর্বে শাহাপাড়ার আজিজুল ইসলামের ১লক্ষ্য ২০ হাজার টাকা দামের ১ টি গরু বিদ্যুৎ তারে জড়িয়ে মারাযায়।ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দা বাবু নরেশ ,সুবাস,কালিপদ বলেন,নীলফামারীর নেসকো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের তারের বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বার বার তাগাদা দেওয়ার পরও কোন লাভ হয়নি। মৃত্যু থেমে নেই,বাড়ছে।নীলফামারী নেসকোর নির্বাহী প্রকৌশলী নওশাদের সাথে কথাহলে তিনি বলেন, আমি এসময় মিটিং আছি।এখন কোন কথা বলতে পারবোনা। সদর থানা ওসি আঃ রউফ বলেন আমারা ঘটনার বিষয় শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।