পাবনা প্রতিনিধি : পাবনায় বিনম্র শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করে।
দিবসের রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৫ (পাবনা সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এদিকে ১৫ আগস্ট সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পৌর মেয়র কামরুর হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন।
বেলা সাড়ে ৯ টায় বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর স্বাধীনতা চত্বরে দিবসটি উপলক্ষে যুবলীগের উদ্যোগে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।