বছরব্যাপী ফল চাষে বারমাসেই পুষ্টি আসে

নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে চাষী আজিজুল হক আবাদ করেছেন ড্রাগন ফল , লিচু , আঙ্গুর , মালটা , কমলা,বেদেনা , জামরুল ভিয়েতনামি নারিকেল সহ অর্ধশতাধিক ফল । আজিজুল হক সেনাবাহীনির নন কমিশনে চাকরী করে অবসর জীবনে ৩০ শতক জমিতে সাজিয়েছে মন মুগ্ধ কর ফলের বাগান । এছাড়া ২ একর জমিতে কলা সহ অন্যন্য ফলনও তার রয়েছে । মাসে ১০ হাজার টাকার ফল বিক্রি করেন এখন ড্রাগন বাগান থেকে প্রায় ৫০ হাজার টাকার ড্রাগন বিক্রি করতে পারবেন । শখের এই বাগানে তিনি প্রতি নিয়ত দেখাশুনা করেন । তার এই বাগান দেখে আশেপাশের লোকজন বাগান দেখতে আসে প্রতিদিন। স্কুল এর ছাত্র নারী পুরুষ সকলেই বাগান দেখে মুগ্ধ হয়। আগামীতে এই বাগান দেখে অনেকে আর বাগান সৃষ্টি করবেন বলে জানান।

বছরব্যাপী ফল চাষে বারমাসেই পুষ্টি আসেমালটা
Comments (0)
Add Comment