পাবনায় র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার : আটক ৩

পাবনা প্রতিনিধি : পাবনার আমিনপুর থানার দ্বাড়িয়াপুর, বিরাহিমপুর ও সদর থানার সরদার মোড়ে আলাদা আলাদা অভিযান চালিয়ে র‌্যাব পাবনা ক্যাম্পের একটি আভিযানিক টিম নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়ারা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। সোমবার বিভিন্ন সময়ে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন; আমিনপুর থানার বিরাহিমপুর গ্রামের মৃত আফাজ শেখের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুস সালাম (৪৯), একই এলাকার উজ্জল শেখের ছেলে মুসা শেখ ওরফে রিংকু (৩০) ও পাবনা সদরের শালগাড়িয়া সরদারপাড়া মহল্লার আব্বাস প্রামানিকের ছেলে মোসলেম প্রামানিক (৩৬)।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে আমিনপুরের দ্বাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালামকে, একই থানার বিরাহিমপুর খন্দকার ক্যালেন্ডারিয় এন্ড প্রসেসিং মিলের সামনে থেকে মুসা শেখ ওরফে রিংকুকে ৯২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং পাবনা শহরের শালগাড়িয়া সরদারপাড়ার মাহিরা মেডিকেল হল এর সামনে থেকে মোসলেম প্রামানিককে ৪৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে মাদকদ্রব্য রেখে জেলার বিভিন্ন স্থানে ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাবনায় র‌্যাবে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার : আটক ৩র‌্যাব-১২
Comments (0)
Add Comment