রিয়াজ হোসেন (লিটু), নাটোর: নাটোর শহরতলীর কাঠালবাড়িয়া এলাকা থেকে সোয়া ৩ কেজি গাঁজাসহ মো. মিন্টু আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।। গ্রেফতারকৃত মিন্টু ওই এলাকার (মোল্লা পাড়ার) মৃত আব্দুর রহিমের ছেলে।
রাজশাহী র্যাব ৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন কাঠালবাড়ীয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় ট্রাভেল ব্যাগ এর মধ্যে থাকা শুকনো ৩ কেজি ২৪৬ গ্রাম গাঁজা সহ মো. মিন্টু আলীকে গ্রেফতার করে। ওই গাঁজার অনুমানিক বাজার মূল্য-৯৭ হাজার, ২শ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে। এ ঘটনায় নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।