রাঙ্গামাটি প্রতিনিধিঃ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হলেই যে কোন উন্নয়নে গতিশীলতা বাড়বে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেছেন, পাহাড়ের উন্নয়নে যদি প্রতি পদে পদে বাঁধা দেয় তাহলে উন্নয়ন কাজ করা কখনোই সম্ভব নয়। তিনি পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে মৈত্রী ভাবনা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।
বুধবার (২২ সেপ্টেম্বর) বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহার অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সহ সভাপতি মঙ্গল জ্যোতি মহাথের সভাপতিত্বে মহতী পূন্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষের সাবেক চেয়ারম্যান প্রভাত চাকমা, বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি নন্দ কুমার চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তেজ বংশ মহাথের। এসময় পুন্যানুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান ও নানাবিধ দান করা হয়।
ধর্মীয় পূন্যানুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভবনে উদ্বোধন করেন, দেশনা ঘর নির্মাণে ২০লক্ষ টাকা এবং ভিক্ষু সংঘের দাবীর প্রেক্ষিতে কম্পিউটার ক্রয়ের জন দেড় লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।