রাঙ্গামাটি জেলা ফুটবলের মান উন্নয়নে সভা অনুষ্ঠিত

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : ফুটবলের মান উন্নয়নে ২৩ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা ফুটবল উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেন।

সভায় পুলিশ সুপার বলেন, ফুটবল আমাদের দেশের জনপ্রিয় একটি খেলা। প্রতিবছর নিয়মিত ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে সেরা ফুটবল খেলোয়াড় তৈরি করা সম্ভব। পুলিশ সুপার আরো বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। তাই প্রতিযোগিতামূলক ফুটবল খেলার আয়োজন করার জন্য এবং জেলা ফুটবলের মান উন্নয়নে নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকরা হয়। এসময় রাঙ্গামাটি জেলা ফুটবল উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা ফুটবলের মান উন্নয়নে সভা অনুষ্ঠিত
Comments (0)
Add Comment