পাবনা প্রতিনিধি : অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে এবং লিলিয়ানা ফাউন্ডেশন ও ডিআরআরএ এর যৌথ সহায়তায় ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নের ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ১,৮০০ (এক হাজার আটশত) টাকা শিক্ষা সহায়তা (কোচিং ফী) হিসাবে প্রদান করা হয়।
আয়োজক সংস্থার “প্রোমোটিং রাইটস অব চিলড্রেন এন্ড ইয়ুথ উইথ ডিজ্এবিলিটিজ থ্রু কমিউনিটি বেইজ্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (প্রাইড)” প্রকল্পের আওতায় শিক্ষা সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফৌজিয়া আফরোজ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমা জান্নাত মাসফি । প্রধান অতিথি বলেন কাজের প্রয়োজনে আমরা অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকি। কিন্তু আজ এই ব্যতিক্রমধর্মী সভায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম চালু রাখতে এই উদ্যোগ গ্রহণ করায় আমি আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাই।
তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে তাদের অভিভাবদের আহ্বান জানান। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর ধামরাইস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। তিনি অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার জন্য অতিথিদ্বয় এবং দাতা সংস্থাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইড প্রকল্পের সমন্বয়কারী মোঃ জসীম উদ্দীন, আয়োজক সংস্থার মনিটরিং কো-অডিনেটর লিটন বারুরী, ডিস্টিক প্রোজেক্ট অফিসার সোহেল রানা, প্রকল্প সমন্বয়কারী এস, এম, সাইফুর রহমানসহ প্রমূখ।