সত্যেন্দ্রনাথ রায় নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে লেখক খায়রুল আলম প্রকাশনীর আয়োজনে ২অক্টোবর নীলফামারী সার্কিট হাউজ পাড়া নামক স্থানে খায়রুল আলম সভাপতিত্বে ফ্রি ক্লাস ও বই বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এটিও মোসলেম উদ্দিন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
নীলফামারীর সরকারী কলেজ সহকারী অধ্যাপক নুরুল করিম, প্রভাষক,সোলায়মান আলী,কাহারু জ্জামান, নীলফামারী জনতা ব্যাংক কর্মকর্তা রেজোয়ানুল হক পলাশ, বড় মসজিদের খতিব আশরাফুল হক নুরী।ডিমলা থকে আগত ডা.মাসুদ রানা প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ।
২৮ সেপ্টেম্বর অনুষ্ঠানটি শুরু করে ২ অক্টোবর শনিবার ছিল শেষ দিন, ৫ দিনে ফ্রি ক্লাস শেষে ৩১১জন শিক্ষা গ্রহন কারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করে খায়রুল আলম পাবলিকেশন।পরীক্ষার মাধ্যমে১ম স্থান অর্জন কারী আনিকা তামান্নাকেএকটি মোবাইল প্রদান করা হয়। ফ্রি ক্লাস ও বই বিতরন করে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছেন লেখক খায়রুল আলম।