পাবনা প্রতিনিধি : উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে ‘‘অল ইন ওয়ান প্লাটফর্ম’’ এই সেমিনারের আয়োজন করে। অল ইন ওয়ান প্লাটফর্মের চীফ এডমিন নাজনীন খান কেয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুশফিকুর রহমান, বিসিকের শিল্প নগরী কর্মকর্তা মোঃ কামাল পারভেজ, অল ইন ওয়ান প্লাটফর্মের উপদেষ্টা একরামুল হক মামুন, গ্রুপের উপদেষ্টা ও মুখরোচক এবং ই-ক্রাফটের সত্ত্বাধিকারী আয়শা ইরা, উইমেন্স ক্লাবের এডমিন শৈতি জান্নাত। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এডমিন সুমাইয়া ইসলাম, এডমিন সামারা ইহাম, স্বেচ্ছাসেবক রুহুল আমীন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অল ইন ওয়ান প্লাটফর্মের এডমিন জামিল আহমেদ। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উদ্যোক্তাদের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অনলাইন- অফলাইন, ডিজিটাল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, জ্ঞান আহরণ, নিজস্ব আগ্রহ তৈরী, পুঁজি, বাজার চাহিদা, বিপণন প্রক্রিয়ায় সামাজিক, ব্যক্তিগত, সমষ্টিক সমস্যা সমাধান, পারদর্শিতা, উদ্ভাবনী পন্থাসহ নানা সংশ্লিষ্ট বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্ট করা হয়। উদ্যোক্তদের মধ্যে সুবিধা, অসুবিধা ও পরামর্শ মূলক নানা তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন রতনা আপন, ফারহানা রহমান, মারিফা এ্যানি, সারজাহান হক, জহুরা আক্তার নাসরিন লিপি, খাদিজা খাতুন প্রমুখ।
গ্রুপের অন্যান্য উপদেষ্টা, এডমিন, মডারেটরসহ উদ্যোক্তাদের মধ্যে জেনিফার নাসরিন ডলি, জেরিন সুমী, জিনিয়া শারমিন রুলি, মাহমুদা সজিব, মাসুরা খানম মৌসহ নানা ধরনের খাদ্য, পোষাক শিল্প নিয়ে কাজ করেন অর্ধশত উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সেমিনারে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর বীর মুক্তি যোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্তরে (টাউন হল মাঠ) উদ্যোক্তা মেলার ঘোষনা দেওয়া হয়। সেমিনারস্থল উদ্যোক্তাদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মিলন মেলায় প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে একাধিক উদ্যোক্তা কবিতা আবৃত্তি করেন। সেমিনারের সার্বিক তদারকি করেন এডমিন সুমাইয়া ইসলাম।