সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায়

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরায় র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর ও স্যাত স্যাতে পরিবেশে মিষ্টি ও খাদ্য সামগ্রী তৈরীর অভিযোগে রোববার দিনভর অভিযান চালিয়ে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানা থেকে ৪ লক্ষ টাকা, শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরীরর চায়না বাংলা ফুডস থেকে ৫ লক্ষ টাকা ও শহরের মুনজিতপুরস্থ রাজ হোটেল থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে এ সময় নেতৃত্ব দেন, র‌্যাব সদর দপ্তরের এস্কিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক হোসাইন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইনস্পেকটর রবিন্দ্র নাথ সরকার ও বিএসটি আই এর প্রতিনিধি সাফায়েত হোসেন।

র‌্যাব জানায়, র‌্যাবের একটি ভ্রাম্যমান আদালত বেলা ১১ টার দিকে পাটকেলঘাটা বাজারের বলফিল্ড মোড়ে অবস্থিত ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরীর কারখানায় অভিযান চালায়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও স্যাঁত স্যাতে পরিবেশে মিষ্টি তৈরী, লাইসেন্স নবায়ন না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে নিরাপদ খাদ্য আইন-২০১৫ এর ৩৩ ধারা এবং বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারায় উক্ত প্রতিষ্ঠান থেকে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর দুপুরে তারা শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্পনগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস’র কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী, পণ্যের মান ঠিক না থাকা, লাইসেন্স না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে একই আইনে ওই প্রতিষ্ঠান থেকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

পরে বিকালে তারা সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ রাজ হোটেলে অভিযান চালায়। এ সময় সেখানেও অস্বাস্থ্যকর ও স্যাঁত স্যাতে পরিবেশে খাবার তৈরী, দই তৈরীর লাইসেন্স নবায়ন না থাকা ও স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় এবং বিএসটি আই আইন-২০১৮ এর ৩০ ধারায় হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীতেও র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায়
Comments (0)
Add Comment