পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ২০২০-২০২১ অর্থবছরে কৃষি সম্প্রসারণ এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা কর্মসূচী আওতায় মৌসুমে মাষকলাই ফসলে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে সাংসদ প্রিন্স বলেন, করোনাকালীন সময় বাংলাদেশের এক মাত্র কৃষি খাতই অর্থনীতি চাকা সচল রাখতে পেরেছে । তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রণোদনার মাধ্যামে কৃষকদের সহয়োগিতা করে আসছে। তাই করোনাকালীন সময় কৃষকদের শারীরিক সুস্থতা ঠিক রেখে কাজ করার আহবান জানান ।
অনুষ্ঠানে সদর উপজেলা এসিল্যান্ড রোকসানা পারভীন সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাঈনী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকিসহ উপসহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে ৩০০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ তুলেদেন অতিথিবৃন্দ’রা ।