মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : সোমবার ভোরের আবছা কুয়াশা, শ্বেতশুভ্র কাশফুলের দোলা, বাতাসে শিউলী ফুলের ঘ্রাণ আর প্রকৃতির এ শোভনীয় রূপের মোহনীয় সজ্জা জানান দিচ্ছে শরতের আগমনী বার্তায় সঙ্গে নিয়ে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারো দুর্গতিনাশিনী দশভুজা ‘মা দুর্গা’ এসেছেন হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে।
কাপ্তাইয়ের ৬ পূজা মন্ডপে প্রস্তুতি শেষ, আজ সোমবার মহাষষ্ঠীতে দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন। কাল মঙ্গলবার থেকে মহাসপ্তমীর দিন মহাধুমধামে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজা মন্ডপ গুলো। বছর ঘুরে দেবীর আগমনিবার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে।
এদিকে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবছর কাপ্তাই উপজেলায় মোট ৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এরমধ্যে রাইখালী বাজার শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ি পূজা মন্ডপ,রাইখনলী চন্দ্রঘোনা শ্রীশ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ি পূজা মন্ডপ, মিশন এলাকার শ্রী শ্রী আদি নারায়ন গীতা বৈদান্তিক পূজা মন্ডপ, কেপিএম কয়লার ডিপো এলাকার কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির পূজা মন্ডপ, শীলছড়ি এলাকার শ্রী শ্রী দুর্গা মন্দির রাম সীতা সংঘ পূজা মন্ডপ, কাপ্তাই লকগেইট শ্রী শ্রী জয় কালী মন্দির পূজা মন্ডপ, কাপ্তাই ব্রিকফিল্ড শ্রী শ্রী সার্বজনীন মাতৃমন্দির সহ এই ৬ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য্য জানান, প্রতি বছরের ন্যায় এবারের কাপ্তাইয়ের ৭টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মন্ডপে প্রস্তুতি শেষ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশ ও জাতির মঙ্গল কামনায় কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে দেবী মা দুর্গার পূজা। শান্তিপূর্ণ পরিবেশে কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তিনি আশাব্যক্ত করেন। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইবাসী সহ সকলকে তিনি শারদীয় শুভেচ্ছা ও আমন্ত্রণ জানান।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, করোনা ভাইরাসের কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে কাপ্তাইয়ে প্রতিটি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। তিনি বলেন, দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে কাপ্তাইয়ে পূজা উদযাপন করা হবে বলে তিনি জানান।