রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি : আগামীকাল ২১শে আগস্ট শুক্রবার বান্দরবানে হোটেল, মোটেল, রিসোর্ট, রোস্তোঁরা ও পর্যটন স্পটগুলো সীমিত পরিসরে শর্তসাপেক্ষে খুলে দেয়া হচ্ছে বলে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়।
আজ ২০শে আগস্ট বৃহস্পতিবার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় বান্দরবান পযর্টন শিল্প ও সংশ্লিষ্ট খাতসমূহে কার্যক্রম শর্তসাপেক্ষে পুনায় চালু করার বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গনবিজ্ঞপ্তির সূত্রে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি এবং কমিটি কর্তৃক অনুমোদিত সাধারণ ও খাতভিত্তিক গাইডলাইন যথাযথ অনুসরণ করতে হবে। ভ্রমণে আসা পর্যটকদেরকে সকল বিধিনিষেধ নিজ দায়িত্বে জেনে নিয়ে তা যথাযথ অনুসরন করতে হবে, অন্যথায় গাইডলাইন অনুসরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইননানু ব্যবস্থা গ্রহন করা হবে। পরবর্তীতে করোনাভাইরাস সংক্রমণের পর্যালোচনা করে পরবর্তীতে পর্যটন শিল্পগুলো বৃহত্তর পরিসরে খুলে দেয়া বা পুনরায় বিধিনিষেধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হয়।