সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি: ডোমারে আসন্ন ২ নভেম্বর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই বাছাইয়ে তথ্য গোপন ও ঋণ খেলাপী হওয়ায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়। মনোনয়ন পত্র বাতিল প্রার্থীরা হলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহিদুল হক, সংরক্ষিত নারী আসনে (৪,৫,৯) ওয়ার্ডের প্রার্থী শাহেরা বেগম ও(৬,৭,৮)ওয়ার্ডের প্রার্থী রাবিনা আক্তার। মাহিদুল হক হলফনামায় তথ্য গোপন ও সংরক্ষিত ২জন নারী প্রার্থীর ঋণ খেলাপী থাকায় উক্ত ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন রির্টানিং কর্মকর্তা।
রবিবার(১১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই বাচাই শুরু হয়। রির্টানিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সহকারী রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বিকাল ৫টা পর্যন্ত এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও রির্টাানিং অফিসার জানান,প্রার্থীগন সংশোধনের ৩দিন সুযোগ পাবেন। আগামী ৩দিনের মধ্যে সংশোধন করে কাগজপত্র জমা দিতে পারলে,তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা দেওয়া হবে।