যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সনদ বিতরণ

পাবনা প্রতিনিধি : অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে এবং ধামরাই উপজেলা যুব উন্নয়ন কার্যালয় ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদ এর যৌথ সহায়তায় ঢাকা জেলায় ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ২৫ জন যুব প্রতিবন্ধী ব্যক্তিদের “পারিবারিক হাঁস-মুরগী ও গবাদী পশু পালন” বিষয়ক প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সূতিপাড়া ইউনিয়ন পরিষদ এর হল রুমে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূতিপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো: রেজাউল করিম (রেজা)। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে নানা বিধি কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সূতিপাড়া ইউনিয়নের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভশীল হবার জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। আপনারা যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা সকলেই সহজ শর্তে ঋণ পাবেন।

এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য যুব উন্নয়ন ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই। আয়োজক সংস্থার প্রকল্প সমন্বয়কারী এস, এম, সাইফুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কমিউনিটি মোবিলাইজার ফাতেমা। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সূতিপাড়া ইউনিয়ন প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের সভাপতি মো: ইবব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো: স্বপন প্রমূখ।

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সনদ বিতরণ
Comments (0)
Add Comment