চিৎমরম আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যার প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ

মাহফুজ আলম,কাপ্তাই থেকে : আওয়ামী লীগ দলীয় মনোনীত চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নেথোয়াই মারমারকে গুলি করে হত্যার প্রতিবাদে ১৭ অক্টোবর রোববার দুপুরে কাপ্তাই উপজেলা সদরে আওয়ামী লীগ.ছাত্র লীগ যুবলীগ,স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। জানা যায় কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা (৫০) ও আ’ লীগ দলীয় মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চিৎমরম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ওই রাতেই রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন কালবিলম্ব না করে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নেথোয়াই মারমার মৃত্য দেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আজ ১৭ অক্টোবর সকালে ময়নাতদন্তের জন্য চন্দ্রঘোনা থানা থেকে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন এব্যাপারে নিহতের পরিবার থানায় মামলা করার প্রস্তুুতি নিচ্ছে।

চিৎমরম আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যার কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ
Comments (0)
Add Comment