রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশের মানুষের কল্যানে ব্যাপক কর্মসুচী শুরু করেছিলেন। মাত্র ৩ বৎসর ৮ মাস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে সংবিধান প্রনয়ন, ইসলামিক ফাউন্ডেশন গঠন, অবকাঠামো উন্নয়নসহ ব্যাপক কর্মসুচী নিয়েছিলেন। তার যথার্থ উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ। করোনার টিকা নিয়ে ৪/৫ টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছে সরকার। পদ্মা সেতু, রুপপুর পারমানবিক বিদুৎকেন্দ্র, মেট্রোরেল, ১শ টি অর্থনৈতিক জোন, সুমদ্র বন্দরসহ বিভিন্ন প্রকল্পই প্রমান করে দেশের উন্নয়নের গতি কতো বেশী। এসব উন্নয়ন থামাতে চলছে ব্যাপক ষড়যন্ত্র কিন্তু কোনভাবে আটকাতে পারছেনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
সরকারের উন্নয়ন ব্যাহত করতে মন্দির নিয়ে ষড়যন্ত্র, জালাও পোড়াও করছে বিষেশ মহল। ফেসবুক, ইউটিউব,টিউটর সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করতে এবং উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার দুপুরে পাবনা সদর উপজেলা গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারোফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা শাওয়াল বিশ্বাস, সরদার মিঠু আহমেদ, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী টেগার, রবিউল ইসলাম রবি, আজমত বিশ্বাস, শেখ রাসেল আলী মাসুদ, হিরোক হোসেন, সাইফুল ইসলাম, আবদুর রাজ্জাক, নেতা খা, আব্দুল মতীন, আব্দুস সুবহান, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমীন, রঞ্জু আহমেদ, হেলাল মাষ্ঠার প্রমূখ।