কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে কর্মশালা অনুষ্ঠিত

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কুড়িগ্রাম ট্রাফিক বিভগের আয়োজনে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, এসএসপি কল্লোল কুমার দত্ত, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় শতাধিক চালক কর্মশালায় অংশগ্রহন করে।

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে কর্মশালা অনুষ্ঠিত
Comments (0)
Add Comment