রিয়াজ হোসেন লিটু, নাটোর: জনবান্ধব পুলিশ গড়ে তোলার প্রত্যয়ে নাটোরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় নাটোর সদর থানার মিলনায়তনে জেলা পুলিশ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ সুপার শরীফ উদ্দিন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি আব্দুস সালাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নের জন্যে কাজ করে যাচ্ছে। পুলিশের জনবল কাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণও করা হয়েছে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে কমিউনিটি পুলিশকে সক্রিয় ও গতিশীল করা হবে।