সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : প্রশাসনের সর্বোচ্চ প্রহরায় উৎসব মুখর পরিবেশে শ্বত স্ফুর্ত শান্ত ভোট মাঠে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডোমা রে পৌরসভাবাসী তাদের আস্থার মানুষ মনছুরুল ইসলাম দানুকে আবারও মেয়র হিসাবে বেছে নিয়েছে। ২ নভেম্বর মঙ্গলবার ৯টি ওয়ার্ডে কোন দুর্ঘটনা ছাড়াই প্রথম ইভিএম অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র, বিএনপি নেতা ও স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মনছুরুল ইসলাম দানু ৪ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি।
তার নিকট তম প্রতীদ্বন্দ্বী প্রার্থী মোবাইল ফোন প্রতীক আফরোজ নাজনীন রুমি ৩ হাজার ৬৭৪ ভোট, নৌকা প্রতীকের প্রার্থী গনেষ কুমার আগরওয়ালা পেয়েছেন ২হাজার ৪শত ২৫ ভোট। ওয়ার্ড কাউন্সিলর ১নং ওয়ার্ডে মিজানুর রহমান জুয়েল ইসলাম, ২নং ওয়ার্ডে সামছুল আলম, ৩নং ওয়ার্ডে আখতারুজ্জামান সুমন, ৪নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫নং ওয়ার্ডে অহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডে রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ডে কাওসার আলম, ৯নং ওয়ার্ডে আনারুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ বেগম, উম্মে কুলসুম, নাসিমা আক্তার, বিজয়ী হন। রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফলাফলে বেসরকারী ভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন। অল্প সময়ে ভোট প্রদান ও ভোট গননা ইভিএম পদ্ধতিকে ডোমার পৌরসভাবাসী সাধুবাদ জানান।