রিয়াজ হোসেন লিটু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক বক পাখি অবমুক্ত করা হয়েছে। এসময় ২৭টি পাখি শিকার করা ফাঁদ ধ্বংস করা হয়। বৃহস্পতিবার ভোরে পরিবেশকর্মী নাজমুল হোসেনের নেতৃত্বে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ প্রায় ১২টি বিলে অভিযান পরিচালনা করে।
এসময় দুই শতাধিক বকপাখি শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়। ধ্বংস করা হয় ২৭টি পাখি শিকারীর ফাঁদ। পাখি শিকার দন্ডনীয় অপরাধ জেনেও শিকারীরা পাখি শিকার করে চলছে অবাধে। চলনবিল অঞ্চলে পাখি শিকার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি না হলে হুমকির মুখে পড়বে এখানকার জীববৈচিত্র বলে মনে করেন পরিবেশ কর্মীরা।