বিসিএস উত্তীর্ণ চুয়াডাঙ্গার ২৮ প্রার্থীকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার

পলাশ উদ্দিন চুয়াডাঙ্গা থেকে : বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের যেকোন জরুরী পরিসেবা এবং সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে মানুষের পাশে থেকেছে। এলক্ষ্যে বাংলাদেশ পুলিশ তথা চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিট পুলিশিং সহ বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছেন। চুয়াডাঙ্গা জেলার ২৮ জন কৃতি সন্তান বাংলাদেশ সিভিল সার্ভিস (৩৮ বিসিএস) এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বিসিএস এ সুপারিশ প্রাপ্তদের জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান হিসেবে ধরে নেওয়া হয়। কেননা তারাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’কে সামনের দিকে এগিয়ে নিতে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রদান করে থাকেন। ফলে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম জাতির শ্রেষ্ঠ মেধাবীদের সম্মানিত
করতে প্রত্যেকের বাড়ীতে শুভেচ্ছা উপহার হিসেবে “ফুল এবং মিষ্টি” প্রেরণ করেন। এসময় পুলিশ সুপার বলেন, প্রজাতন্ত্রের সেবক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে চুয়াডাঙ্গায় প্রেরণ করেছেন। চুয়াডাঙ্গাবাসীকে সম্মান করা এবং নিরাপদে রাখা আমার নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ববোধ থেকে আমি ২৮ জন কৃতি সন্তানের মা-বাবাকে সম্মানিত করার ক্ষুদ্র প্রয়াস মাত্র। এছাড়াও পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেন, তাদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলেও করোনা কালীন সময়ে তাদেরকে একত্রিত করা সম্ভব হয়নি। তথাপিও পরবর্তীতে তাদের একত্রিত করে সংবর্ধিত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পরিশেষে তিনি প্রত্যেকের কর্মজীবনে সফলতা ও সু-স্বাস্থ্য কামনা করেন।“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ জনবান্ধব পুলিশিং এ বদ্ধপরিকর।
চুয়াডাঙ্গা পুলিশ সুপারচুয়াডাঙ্গা পুলিশ সুপার নিউজ
Comments (0)
Add Comment