মাহফুজ আলম, কাপ্তাই থেকে : সারা দেশের ন্যায় ১৪ নভেম্বর থেকে কাপ্তাই উপজেলার ৪টি কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ২০২১ সালের এসএসসি এবং সমমান পরীক্ষা। কেন্দ্রগুলো হলো বিউবো মাধ্যমিক বিদ্যালয়, জেটিঘাট আল আমীন নুরিয়া মাদ্রাসা, নারানগিরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়। সুষ্ঠু ও সুন্দরভাবে এ পরীক্ষা আয়োজনে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে কাপ্তাই উপজেলা শিক্ষা প্রশাসন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহমেদ জানান, এবছর কাপ্তাই উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১২৬৮ জন। তৎমধ্যে দাখিল পরীক্ষার্থী রয়েছে ৯৩ জন।
তিনি বলেন, বোর্ডের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এছাড়া তিনি পরীক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আহবান
জানান।