রিয়াজ হোসেন লিটু, নাটোর: আগামী বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দিনটি স্মরণীয় করে রাখতে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সঁন্ধ্যায় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপজেলা কোর্ট মাঠ চত্বরে সাজানো হচ্ছে বিশাল আকৃতির নৌকা সাদৃশ্য মঞ্চ। নৌকা মঞ্চটি নির্মাণ করছেন শাহিন ডেকোরেটর। লাল, সবুজ রং দিয়ে নৌকা মঞ্চটির পূর্ণাঙ্গ রুপ দেয়া হবে বলে জানান শাহিন ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালাম।
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মঞ্চ থেকেই পুরো অনুষ্ঠান পরিচালনা করা হবে। আয়োজকরা বলছেন এবারের সম্মেলন উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে উপজেলা ব্যাপী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা-কর্মীদের ব্যানার ফেস্টুন দিযে প্রচারণা শুরু হয়েছে। ৮ বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। এর আগে ২০১৩ সালে এড. শেখ ওহিদুর রহমানকে সভাপতি ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল।
এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটি ঠিক রেখে অন্যান্য পদে কিছুটা রদবদল হতে পারে এমনটাই মনে করছেন অনেকে।
সম্মেলনকে সফল করতে গত ৮ নভেম্বর সিংড়ায় বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আমরা আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের কাউন্সিল করতে চাই। এসময় স্বচ্ছ ও গণতন্ত্র প্রক্রিয়ায় কাউন্সিল করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী পলক।