আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণাসহ বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্রলীগ থেকে কেন বহিষ্কার করা হবে না মর্মে উপযুক্ত কারণ জানতে পত্র দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি। শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পরে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শৃংখলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হলো। এবং সেই সাথে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে কেন বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামি ৭ কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে কেন্দ্রিয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হয়নি রাজু আহামেদ ও সাদ্দাম হোসেন।