মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : মনোহরদীতে শ্লীলতাহানির অভিযোগে মোবাইল কোর্ট এক অটো বাইক চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার মনোহরদী কারিগরী কলেজের গলিতে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে জানা যায়।
মঙ্লবার দুপুরে মনোহরদী কারিগরী কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী (১৭) কলেজে যাবার সময় সংকীর্ন গলিপথে হাবিবুর রহমান (২৮) নামের এক অটো চালকের অশ্লীল অঙ্গভঙ্গির শিকার হয়। ছাত্রী চিৎকার শুরু করলে অটোচালক পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় কলেজের ছাত্ররা ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং মোবাইল কোর্টে সোপর্দ করে। ধৃত অটোচালক কাপাসিয়া উপজেলার চরখিরাটি গ্রামের আব্দুল মালেকের পুত্র।হাবিবুর ৭ বছর বয়সী এক কন্যা সন্তানের জনক এবং ৪ বছর আগে স্ত্রী কর্তৃক পরিত্যক্ত বলে জানা গেছে।
তার বিরুদ্ধে ইতেপূর্বেও রাস্তায় মেয়েদের উত্যক্ত করার অভিযোগ রয়েছে বলে একই কলেজের অপরাপর ছাত্রীদের সূত্রে জানা গেছে। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম কাসেমের কোর্ট থেকে তাকে এ জরিমানার দন্ড দেয়া হয়। এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।