দলীয় মনোনয়নে পুরনোরাই প্রার্থী আওয়ামী লীগে, নতুন সেলিম সাইফুর নিশাদ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে মনোহরদীর দলীয় প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। এতে পুরনো ৮ চেয়ারম্যানের প্রার্থীতা বহাল রাখা হয়েছে। ঘোষিত মনোনয়নে নতুনত্ব এসেছে কেবল একটি ইউনিয়নে। আগামী ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে গতকাল আওয়ামী লীগ মনোহরদীতে তার দলীয় প্রার্থীতা চূড়ান্ত করেছে । এতে উপজেলার ৮ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানদের দলীয় প্রার্থীতা বহাল রাখা হয়েছে। কেবল উপজেলার কাচিকাটা ইউনিয়নে মোবারক হোসেন খান কনকের বদলে নাজিবুর রহমান সেলিমের প্রার্থীতা ঘোষনা দেয়া হয়। মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রিয়াশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বিবেচনায় অনেকেই বাদ পড়েন বলেও এ নেতা জানান। মনোনয়নে শুকুন্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাদেকুর রহমান শামীম, চন্দনবাড়ীতে আব্দুর রউফ হিরন, লেবুতলায় জাকির হোসেন আকন্দ,চালাকচরে ফখরুল মান্নান মুক্তো,খিদিরপুরে মাহাবুবুর রহমান জামিল অন্যতম। এ ছাড়া বড়চাপায় উপাধ্যক্ষ সুলতান উদ্দীন, গোতাশিয়ায় মতিউর রহমান, একদুয়ারিয়ায় আনিসুজ্জামান মিটুল, দৌলতপুরে মনোনয়ন পেয়েছেন হাদিউল ইসলাম। দলীয় মনোনয়ন  ঘোষনার পর কিছু কিছু জায়গায় বিদ্রোহের আভাস মিলেছে। এর মধ্যে একদুয়ারিয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিতরা একতাবদ্ধ হয়ে তাদের একজন প্রার্থীকে সমর্থন দানের মাধ্যমে নৌকার প্রার্থীর বারোটা বাজাতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

মনোহরদী
Comments (0)
Add Comment