মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের রাজাপুরের কৃষক হত্যার দায়ে কাবিদুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন। এছাড়াও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত কাবিদুল ইসলাম সদর উপজেলার রাজাপুর গ্রামের সাবদার আলীর ছেলে এবং নিহত ফেরদৌস আলী একই গ্রামের আজিবুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৭ জুলাই সন্ধ্যায় রাজাপুর-বারাকপুর চার রাস্তার মোড়ে একটি মাঁচায় ফেরদৌস আলী বসে ছিলেন। এ সময় কবিদুল ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ফেরদৌস আলীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলেই তার মত্যু হয়। এ হত্যাকান্ডের ঘটনায় ফেরদৌসের ভাই রবগুল আলী বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। ৭ জন সাক্ষি তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলার সাক্ষ্য ও নথি পর্যবেক্ষন শেষে আসামির যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয় আদালত। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসমী পক্ষের আইনজীবী ছিলেন শহিদুল ইসলাম।