শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাল্যবিবাহ, মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার বরমী ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ও বরমী ইউনিয়ন নারী ও শিশু কল্যাণ সমিতি আয়োজনে এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন। র্যালিটি বরমী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির সভাপতি আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাল্যবিবাহ ও মাদকের কুফল তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন। পরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বিভিন্ন পদে থাকা সদস্যদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে এসময় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার), মহিলা সদস্য, উপজেলা ও বরমী ইউনিয়ন নারী ও মহিলা কল্যাণ সমিতি, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।