মাহফুজ আলম, কাপ্তাই থেকে : রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুুলী পেপার মিলের (কেপিএম)’র সিবিএ নির্বাচন মঙ্গলবার (৩০ নভেম্বর) শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এ দিন সকাল ৯ টা থেকে বিরতিহন ভাবে বিকাল ৪টা পর্যন্ত শ্রমিকরা ভোট প্রদান করেন।
নির্বাচনে শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং-২৭৫০) চাকা প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে সিবিএ সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সম্পাদক পদে আনোয়ার হোসেন বাচ্চুর প্যানেল নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধী সংগঠন কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নং- চট্ট-২৭৫০) ছাতা প্রতীক পেয়েছে ১০০ ভোট এবং অপর শ্রমিক সংগঠন কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং- চট্ট-০৮) হাতুড়ী প্রতীক শুধু মাত্র ৩ ভোট পেয়েছেন।
এ সিবিএ নির্বাচনে ৩টি শ্রমিক সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করেন । বিকাল ৫ টায় কেপিএম চিত্ত বিনোদন কেন্দ্রে সিবিএ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন চট্টগ্রামস্থ রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভুইয়া।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন, কেপিএমের জিএম (প্রশাসন) মো. আনোয়ার হোসেন, শ্রম কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, মিলের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলন, দায়িত্ব প্রাপ্ত পোলিং অফিসার আব্দুর রাজ্জাক, এরশাদ আলম সিকদার সহ মিলের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।