পাবনা প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, সাবেক গণপরিষদ সদস্য এবং ৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা গোলাম হাসনায়েন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিকেলে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সুত্রে জানাযায়, শনিবার (৪ ডিসেম্বর) ভোরে পাবনা শহরের পৌর এলাকার কাচারী পাড়ায় নিজ বাড়িতে মারা যান তিনি। গোলাম হাসনায়েন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গ্রনগ্রাহী রেখে গেছেন।
গোলাম হাসনায়েন বৃহত্তর পাবনার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে লেখাপড়া শেষ করে তিনি পাবনা জেলা জজ আদালতে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর গোলাম হাসনায়েন আজীবন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে উল্লাপাড়া আসন থেকে সদস্য (এমসিএ) নির্বাচিত হন।
তিনি ‘৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি।পাবনা জেলা আওয়ামী সাবেক সভাপতিসহ আজীবন পাবনা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাকে ২০২১ সালের একুশে পদক প্রদান করে।
অ্যাভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুতে পাবনার সকল সংসদ সদস্য গণ, জেলা পরিষদ চেয়ারম্যান, পাবনা পৌর মেয়র, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতি, পাবনা প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শোক জানিয়েছেন। জানাজায় অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি, এ্যাড. শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারমম্যান রেজাউল রহিম লাল, সাবেক এমপি শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা জজ গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাষ্টার, বেলায়েত আলী বিল্লু, আব্দুল আহাদ বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, আব্দুল আহাদ বাবু, মনির উদ্দিন মান্না, আব্দুল হান্নান, শাজাহান মামুন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, কামিল হোসেন, শাহ আলম, ইদ্রিস বিশ্বাস, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, যুবলীগ আহবায়ক আলী মতুর্জ বিশ্বাস সনি, শিবলী সাদিক, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক উল আলম প্রমূখ। শনিবার বিকেল বাদ আসর পাবনা টেকনিকেল স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত শেষে পাবনা সদর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।