পাবনা প্রতিনিধি: আওয়ামীলীগের প্রবীণ নেতা, একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ভাষা সংগ্রামী, সাবেক গণপরিষদ সদস্য, ৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী গোলাম হাসনায়েন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পাবনা শহরে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার ভোর ৫টার দিকে পাবনা শহরের পৌর এলাকার কাচারী পাড়াস্থ নিজ বাড়িতে মারা যান তিনি। গোলাম হাসনায়েন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপপু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে গভীর ভাবে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।