মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এই প্রতিপাদ্য নিয়ে রোববার (১২ ডিসেম্বর) জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হচ্ছে ‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’।
দিবসটি উপলক্ষে আজ রোববার(১২ ডিসেম্বর) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১ ঘটিকায় দিবসটির উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরিশেষে, উপজেলা পরিষদ নবনির্মিত হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইরতিজা হাসান, চিরিরবন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু উপস্থিত ছিলেন।