মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান নেত্রকোণা সরকারি শিশু পরিবার জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন। রবিবার বিকাল ৫ টায় সরকারি শিশু পরিবার জামে মসজিদের ভিত্তি স্থাপন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে শিশু পরিবারের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আলাল উদ্দিন। আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, নেত্রকোণা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ-তত্তাবধায়ক মোঃ তারেক হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ।
মতবিনিময় সভার আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ক্রিকেট টিমের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান। এছাড়াও শিশু পরিবারে ১২ টিমের অংশ গ্রহনে বাডমিন্টুন টুনূামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, দেশের সকল অনগ্রসর জনগোষ্টীর জীবন মান উন্নত করতে সরকার কাজ করছে। এ লক্ষেই সারাদেশে ৮৫টি সরকারি শিশু পরিবারে এতিমদের সরকারি খরচে লালন-পালন ও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ৮৫টি সরকারি শিশু পরিবারের মডেল শিশু পরিবারের মধ্যে নেত্রকোণা সরকারি শিশু পরিবার স্বীকৃতি পেয়েছে। শিশুদের শিক্ষা ও বিনোদনের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, শিশুদের নাজাজের সুব্যবস্থার জন্য মসজিদের ভিত্তি স্থাপন করা হলো। দ্রুত সময়ের মধ্যেই মসজিদটির কাজ সমাপ্ত করার আশ্বাস দেন।